ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশের মতোই স্পিন আক্রমণ বাড়াতে স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হারের পরই সফরকারী দলটি দ্বিতীয় ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করেছে দুই নতুন খেলোয়াড়—একজন স্পিনার, অন্যজন পেসার। দলীয় সূত্র জানিয়েছে, দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। একইসঙ্গে ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস।
আকিল হোসেন রোববার (২১ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে ইতোমধ্যে তিনজন স্পিনার—গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও রোস্টন চেজ—রয়েছেন। তবে বাংলাদেশের স্পিন-বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে অভিজ্ঞ আকিলকে ফেরানো হয়েছে স্কোয়াডে। অন্যদিকে, প্রথমবার ডাক পাওয়া ২৭ বছর বয়সী রেমন সিমন্ডস ওয়ানডেতে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে।
এর আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও স্কোয়াডে নিয়েছে স্পিনার নাসুম আহমেদকে। প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্পিন আক্রমণ আরও জোরালো করতে নাসুমকে একাদশে দেখা যেতে পারে। একইভাবে ওয়েস্ট ইন্ডিজও স্পিনের জবাব দিতে মাঠে নামাতে পারে আকিল হোসেনকে। দুই দলই এখন স্পিন-নির্ভর কৌশলের দিকে ঝুঁকছে—যা সিরিজের বাকি ম্যাচগুলোতে বড় প্রভাব ফেলতে পারে।