নিজস্ব প্রতিবেদক:
আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) নির্বাচন পদ্ধতি নিয়ে সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই পদ্ধতি সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর ও অজানা। তিনি বলেন, “দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। যারা এখন পিআর-পিআর করছেন, তারা দুই বা পাঁচ বছর আগে কেন বলেননি? হঠাৎ করে এখন এটি নিয়ে বিভ্রান্তি তৈরির মানে কী?” সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।
তিনি আরও বলেন, “জনগণ চায় তার পরিচিত, পছন্দের প্রার্থীকে ভোট দিতে। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট দেয়ার পর হঠাৎ একদিন জানতে পারছেন, আপনার এমপি হচ্ছেন এমন একজন, যাকে আপনি চেনেন না — এটা কি গ্রহণযোগ্য? এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। তাদের মনোভাব থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়ার চেষ্টা।”
নির্বাচন ও গণতন্ত্রের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, “নির্বাচন মানেই গণতন্ত্র নয়, তবে এটা গণতন্ত্রের জ্বালানি। গাড়িতে চাকা-ইঞ্জিন সব থাকলেও যদি জ্বালানি না থাকে, সেটা যেমন চলবে না — গণতন্ত্রও নির্বাচন ছাড়া চলতে পারে না।” এসময় উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম।