নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার নিম্নমানের জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি। এর জন্য দায়ী আমরা রাজনীতিবিদরাই।” সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
“ডিগ্রি আছে, কিন্তু কর্মসংস্থান নেই”:
মির্জা ফখরুল বলেন, “আমরা বিএ, এমএ পাস করি গ্রাম থেকে, কিন্তু চাকরি মেলে না। কারণ এই শিক্ষার কোনো ব্যবহারিক মূল্য নেই। অন্যদিকে, কেউ যদি ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করত, তাহলে তার কর্মসংস্থান নিশ্চিত হতো।” তিনি আরও বলেন, “এটা নীতিগত ব্যর্থতা। আমরা শিক্ষাকে অবহেলা করেছি। শিক্ষার ওপর যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়নি।”
ভোকেশনাল শিক্ষায় জোর দিতে হবে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের আন্দোলন এবং ন্যায্য বেতনের দাবিকে উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে। এটা দুঃখজনক। অথচ আমরা যদি সময়মতো শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতাম—উচ্চশিক্ষা সীমিত করে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিংয়ে জোর দিতাম—তাহলে আজ এত সংকট তৈরি হতো না।” তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা শুধু বিএ, এমএ পাস তৈরি করছি। কিন্তু কারিগরি শিক্ষা, ভোকেশনাল সেন্টার, বাস্তবভিত্তিক দক্ষতা—এসব কিছুই গড়ে তুলিনি।”
তরুণদের উদ্দেশে বার্তা:
ছাত্র ও তরুণ প্রজন্মের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “তোমাদের ভবিষ্যৎ ডাকছে। এই পৃথিবী প্রতিযোগিতার। টিকে থাকতে হলে নিজেকে তৈরি করতে হবে। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লে কেউ তোমাকে ফিরিয়ে নেবে না।”
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তোমাকে দক্ষ হতে হবে, নিজের মূল্য তৈরি করতে হবে। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আজকের বিশ্বে টিকে থাকা সম্ভব নয়।”