নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ পিআর (প্রতিনিধি আনুপাতিক নির্বাচন) বুঝে না, দলের নেতৃত্বও পুরোপুরি তা বোঝে না। তিনি প্রশ্ন তুলেছেন, যারা এখন পিআর নিয়ে প্রচারণা চালাচ্ছেন, তারা দুই বা পাঁচ বছর আগে কেন এ নিয়ে কোনো কথা বলেননি।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলম-এর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিজভী বলেন,
“জানতে হবে, জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে। আপনি ভোটের সময় যে প্রার্থীকে চিনেননি, হঠাৎ দেখলেন অন্য একজন প্রার্থী—এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং বিভ্রান্তি সৃষ্টি করে। পিআর কখনও জনগণ মেনে নেবে না।”
রিজভী আরও উল্লেখ করেন, নির্বাচন মানেই সরাসরি গণতন্ত্র নয়, বরং এটি গণতন্ত্রের ‘জ্বালানি’। তিনি ব্যাখ্যা করেন, “গাড়িতে চাকা, ইঞ্জিন সব থাকলেও জ্বালানি ছাড়া গাড়ি চলে না। ঠিক একইভাবে নির্বাচন গণতন্ত্রকে সচল রাখে।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়ছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম প্রমুখ।