নিজস্ব প্রতিবেদক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৫ ঘণ্টা পরও ধোঁয়া বের হচ্ছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও রবিবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুনের পুনঃসঞ্চালন ঠেকানোর চেষ্টা করছেন।
কার্গো ভিলেজের যেই অংশে আগুন লাগে, সেখানে আমদানিকৃত পণ্য সংরক্ষিত ছিল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৮ নম্বর ফটকের উত্তর পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রবেশপথেও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এলাকাজুড়ে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা চলছে, আর বাইরে উৎসুক জনতার ভিড়। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরিস্থিতি পর্যবেক্ষণে কার্গো ভিলেজে প্রবেশ করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়া বিজিএমইএর একটি প্রতিনিধিদলও ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে কাজ শুরু করেন। প্রায় সাত ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দর পুনরায় চালু করা হয়।
ঘটনার পর শনিবার রাতেই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পণ্যে থাকা দাহ্য উপাদান ও গুদামঘরের ভেতরে বাতাস চলাচলের সীমাবদ্ধতার কারণে ধোঁয়া দীর্ঘ সময় ধরে বের হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে তারা ধারণা করছেন।