নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের জন্য বাড়ানো গেটপাস ফি (বর্ধিত মাশুল) সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। সিদ্ধান্তের ফলে তিন দিন ধরে চলা অচলাবস্থা কাটতে শুরু করেছে এবং ট্রাক-কাভার্ডভ্যান চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে বন্দর ভবনে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বন্দর সচিব মো. ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও ট্রেইলার চলাচল বন্ধ থাকায় আমদানি পণ্য ডেলিভারি সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। দেশের আমদানি-রপ্তানি স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আনা হয়। বন্দর চেয়ারম্যানের নির্দেশে বর্ধিত ফি আপাতত স্থগিত রাখা হয়েছে।”
ওমর ফারুক আরও জানান, “এ সিদ্ধান্তের বিষয়টি বোর্ড ও মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদনের পর স্থায়ী সিদ্ধান্ত জানানো হবে। আপাতত ফি আগের হারেই কার্যকর থাকবে।”
বৈঠকের পর বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, “বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আমাদের সংগঠনের সবাইকে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।”
এর আগে গত ১৫ অক্টোবর থেকে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণ করলে বন্দর এলাকাজুড়ে পরিবহন ধর্মঘট শুরু হয়। ফলে প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ডভ্যান বন্দরের বাইরে আটকে পড়ে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
বন্দর সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে যানবাহনগুলো ফের বন্দরে প্রবেশ করছে, ফলে পণ্য ডেলিভারি ও রপ্তানি কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে।