নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, ইসি এখন স্বাধীনভাবে নয়, বরং “রিমোট কন্ট্রোলে” পরিচালিত হচ্ছে।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন স্বেচ্ছাচারী আচরণ করছে। আগারগাঁও থেকে সিদ্ধান্ত হয় না, কমিশনের রিমোট অন্য কারও হাতে।”
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ইসি তাদের দলীয় প্রতীক ‘শাপলা’ বরাদ্দ না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেনি।
“তারা কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি কেন আমাদের শাপলা প্রতীক দেওয়া হবে না। আমাদের কাছে শাপলা ছাড়া কোনো বিকল্প নেই, বলেন তিনি।
এনসিপি নেতা আরও দাবি করেন, কমিশনের এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। “জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ইসিকে নিরপেক্ষ অবস্থানে ফিরতে হবে, বলেন তিনি।
বৈঠক শেষে উপস্থিত নেতারা জানান, তারা ইসির কাছে পুনর্বিবেচনার আবেদন জানাবেন যাতে এনসিপি তাদের নিবন্ধিত প্রতীক ‘শাপলা’তে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারে।