নিজস্ব প্রতিবেদক :
১৮ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার কারণে ঢাকাগামী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হচ্ছে। আগুন লাগার পর থেকে ঢাকার আকাশে বিমান চলাচলে বিঘ্ন দেখা দেয়। এতে চট্টগ্রাম, সিলেট ও কলকাতার বিমানবন্দরগুলোতে একাধিক ফ্লাইট নামানো হয়েছে।
ফ্লাইট বদলের হিড়িক:
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একইসঙ্গে, শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ABY514 ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর-ঢাকা ফ্লাইটটিও চট্টগ্রামে নামানো হয়। দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট অবতরণ করেছে ভারতের কলকাতায়। অন্যদিকে, শনিবার বেলা ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
আকাশে চক্কর কাটছে বিমান:
হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের CPA049 ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামের আকাশে চক্কর দিচ্ছে বলে জানা গেছে।
ঢাকা ছেড়ে যেতে পারছে না কিছু ফ্লাইট:
শাহজালাল বিমানবন্দরে আটকে আছে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট। ফ্লাইট দুটি এখনো ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছার আগেই পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
অগ্নিকাণ্ডের পরিস্থিতি:
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়।