নিজস্ব প্রতিবেদক :
মূল বেতনের ভিত্তিতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘কালো পতাকা মিছিল’ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে জাতীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয় এবং হাইকোর্টের কদম ফোয়ারা সংলগ্ন সড়কে গিয়েই অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
মূল দাবি তিনটি:
বাড়ি ভাড়া ভাতা – মূল বেতনের ২০ শতাংশ
চিকিৎসা ভাতা – বর্তমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা
উৎসব ভাতা – মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৭৫%
এর পাশাপাশি তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানিয়েছেন।
আন্দোলনের বর্তমান অবস্থা:
শহীদ মিনারে একাংশ ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসে সংহতি জানান
পূর্বে শিক্ষকরা কর্মবিরতি, লংমার্চ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন
পরবর্তী কর্মসূচি:
রোববার: ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা
প্রস্তাবিত ভাতা প্রত্যাখ্যান:
শিক্ষা উপদেষ্টার প্রস্তাব অনুযায়ী ৫% বা ন্যূনতম ২ হাজার টাকার বাড়ি ভাড়া ভাতা আন্দোলনকারীরা গ্রহণ করেননি। তারা বলছেন, এটি তাদের ন্যায্য দাবি পূরণের জায়গা থেকে অনেক দূরে।