নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোঁয়ার কুণ্ডলী এখনো আকাশে ভাসছে, চারপাশে ছড়িয়ে পড়েছে জ্বলন্ত পণ্যের তীব্র গন্ধ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরবর্তীতে একে একে আরও ইউনিট যোগ হয়ে বর্তমানে ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে, পরিস্থিতি জটিল হওয়ায় সময় লাগছে।”
অগ্নিকাণ্ডে সহায়তায় এগিয়ে এসেছে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির দুই প্লাটুন সদস্য ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। তিনি জানান, “ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে আটজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।”
দমকলকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।