October 27, 2025, 5:28 pm
Headline :

সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন

সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সংসদ ভবনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সড়কে থাকা প্লাস্টিকের জিনিসপত্র ও টায়ারে আগুন ধরিয়ে দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন, আরেক অংশ ছিলেন ভেতরের অনুষ্ঠানস্থলে। এক পর্যায়ে বাইরে থাকা বিক্ষুব্ধরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভেতরে থাকা অংশও বাইরে এসে যোগ দেন, ফলে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page