নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের হজ মৌসুমে ৫৩৭ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রী থাকা সত্ত্বেও একজনকেও নিবন্ধন না করায় দেশের ৬৬টি হজ এজেন্সিকে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এ সংক্রান্ত একটি সতর্কবার্তা চিঠি ইতোমধ্যেই সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে পাঠানো হয়েছে। নিবন্ধনের সময়সীমা ও সমস্যা : সৌদি সরকারের নির্ধারিত হজ রোডম্যাপ অনুযায়ী: নিবন্ধনের শেষ সময় ছিল ১২ অক্টোবর ২০২৫ বিশেষ বিবেচনায় সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল তবে ৬৬টি এজেন্সির কেউই কোনো হজযাত্রীর নিবন্ধন করেনি।
কী বলছে হজ নীতিমালা?
‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর
অনুচ্ছেদ ১৩ (১৩) অনুযায়ী:
প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া নিবন্ধন না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে চিঠির মূল বার্তা চিঠিতে এজেন্সিগুলোর প্রতি বলা হয়েছে:
তাদের ৫৩৭ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রীর নিবন্ধন দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে যাত্রীদের অন্য এজেন্সিতে স্থানান্তর করে হজে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে এছাড়া, যদি কারও হজযাত্রা এজেন্সির কারণে ব্যাহত হয়, তার সম্পূর্ণ দায় সেই এজেন্সিকেই বহন করতে হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।