নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান–এর পক্ষে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
কে পাঠালেন এই নোটিশ?
আইনজীবী ইমরানের পক্ষে ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
কারা এই নোটিশ পেয়েছেন?
নোটিশ পাঠানো হয়েছে:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব,পুলিশের মহাপরিদর্শক,বিআরটিএ চেয়ারম্যান,সড়ক পরিবহন সমিতির সভাপতি,এবং সেন্টমার্টিন পরিবহনের মালিক মনোয়ার হোসেন
কী ছিল অভিযোগ?
নোটিশে বলা হয়: দুর্ঘটনাকবলিত বাসটি ছিল অবৈধভাবে সিঙ্গেল চেসিসে নির্মিত একটি দোতলা স্লিপার বাস, যার নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-২৮৮১
গত ১৯ অক্টোবর রাত ১১:৫৫টায় আইনজীবী ইমরান F-3 সিটে বসে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। চালক শুরু থেকেই বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে থাকেন, বারবার যাত্রীদের সতর্কতা সত্ত্বেও কর্ণপাত করেননি। রাত ২:০৫ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে সড়কের পাশে উল্টে যায়,বাসটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।ইমরান শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে আহত হন এবং এখনও আভ্যন্তরীণ জটিলতায় ভুগছেন।
কেন দাবি ৫০ লাখ টাকা?
আইনজীবীর পক্ষে জানানো হয়েছে: দুর্ঘটনার পর থেকে তিনি ২৬ দিন আইন পেশা থেকে দূরে ইতোমধ্যে তার আর্থিক ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা চিকিৎসা খরচ বাবদ ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা এখন তার ভারতে উন্নত চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট ও ভিসার প্রক্রিয়া চলছে শারীরিক, মানসিক ও পেশাগত জীবনে তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পরবর্তী পদক্ষেপ কী?
নোটিশে উল্লেখ করা হয়েছে: সাত (৭) দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা পরিশোধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় হাইকোর্টে রিট দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাসঙ্গিক প্রেক্ষাপট:
উল্লেখ্য, সড়কে অবৈধভাবে নির্মিত ও ঝুঁকিপূর্ণ যানবাহন বারবার দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। এবার একজন আইনজীবী নিজে আহত হয়ে ব্যক্তিগত ক্ষতিপূরণের জন্য পদক্ষেপ নেওয়ায় বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে।