October 27, 2025, 8:01 pm
Headline :

শতাংশভিত্তিক বাড়িভাড়ার বিষয়টি সামর্থ্য অনুযায়ী বিবেচনা করা হবে: শিক্ষা উপদেষ্টা

শতাংশভিত্তিক বাড়িভাড়ার বিষয়টি সামর্থ্য অনুযায়ী বিবেচনা করা হবে: শিক্ষা উপদেষ্টা

জেডটিভি বাংলা ডেস্ক:

শিক্ষকদের জন্য শতাংশভিত্তিক বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী এই দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষাসচিব রেহানা পারভীনসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক সি আর আবরার বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। শুরু থেকেই আমি শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বাড়ানোর পক্ষে সোচ্চার। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়িভাড়া ২০ শতাংশ বাড়ানোর দাবি তুলেছে। সরকার আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধি বা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে।”

তিনি আরও বলেন, “নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছর আরও সম্মানজনক একটি কাঠামোর দিকে এগোনোর সুযোগ তৈরি হবে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সম্মান বৃদ্ধি আমাদের অগ্রাধিকার। কারণ শুধু বেতন নয়, পেশাগত সক্ষমতা ও মর্যাদাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “আমরা তিনটি নীতিতে কাজ করছি— বাস্তবতাকে বুঝে এগোনো, দোষারোপ নয় বরং সমাধান খোঁজা, এবং শেখার মানকে সাফল্যের আসল মাপকাঠি হিসেবে বিবেচনা করা। শিক্ষা ব্যবস্থায় যে চ্যালেঞ্জগুলো দেখা দিচ্ছে, তা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আমাদের লক্ষ্য একটি সৎ, জবাবদিহিমূলক ও বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থা গঠন করা।”

অন্যদিকে শিক্ষাসচিব রেহানা পারভীন জানান, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও বিষয়টি নিয়ে কাজ অব্যাহত রয়েছে। সামর্থ্য অনুযায়ী শতাংশভিত্তিক ভাতা বৃদ্ধির দিকেই আমরা এগোচ্ছি। খুব শিগগিরই জাতীয় বেতন স্কেলে এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।”

তিনি আরও বলেন, “এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আলোচনার মাধ্যমে এর সমাধান আসবে। সবাই মিলে কাজ করলে শিক্ষকদের জন্য আরও ভালো কাঠামো তৈরি করা সম্ভব হবে।”

মূল বার্তা: সরকার শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির দাবিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে, সামর্থ্য অনুযায়ী ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির আলোচনা চলছে, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর নতুন কাঠামোর সম্ভাবনা, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page