নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম এবং তার স্ত্রী সুমা ইসলাম-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কী অভিযোগ?
দুদকের আবেদনে বলা হয়, সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, এবং নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার–সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালেই তিনি ও তার স্ত্রী বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
আদালতের সিদ্ধান্ত:
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আদালতে একটি আবেদন দাখিল করেন যাতে শাহীনুল ও তার স্ত্রীর বিদেশ গমন স্থগিত রাখার অনুরোধ জানানো হয় । আদালত সেই আবেদনে সাড়া দিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
প্রসঙ্গত, বিএফআইইউ হল এমন একটি প্রতিষ্ঠান যা দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবৈধ লেনদেন ও অর্থ পাচার ঠেকাতে নজরদারি করে। অথচ সেই সংস্থার সাবেক প্রধানের বিরুদ্ধেই এখন এই ধরনের অভিযোগ।