নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর থেকে। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই), ঢাকা।
ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগ ইউএনওদের প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণের সময়সূচি ও অংশগ্রহণ শুরুর তারিখ: ২০ অক্টোবর ২০২৫ :- সমাপ্তির সম্ভাব্য তারিখ: ১১ নভেম্বর ২০২৫
প্রশিক্ষণকাল: প্রতি সেশনে ২ দিন
ব্যাচ প্রতি অংশগ্রহণকারী: ২৫ জন
মোট ব্যাচ: ১২টি
মোট ইউএনও: ৫০ জন (দুই ব্যাচে ভাগ হয়ে)
প্রশিক্ষণের উদ্দেশ্য এই প্রশিক্ষণের মাধ্যমে ইউএনওদের নির্বাচন পরিচালনা, প্রশাসনিক প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে, যাতে তারা মাঠপর্যায়ে নির্বাচন ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
প্রশিক্ষণের স্থান: নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), আগারগাঁও, ঢাকা।
নির্দেশনা: চিঠির সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ইউএনওদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নির্বাচনের সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিচালনায় ইউএনওদের ভূমিকা নিশ্চিত করতে বড় ধরনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।