নিজস্ব প্রতিবেদক :
হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও, ম্যাচ শেষে যেন জয়ীর মতোই উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় দলের উদীয়মান তারকা হামজা চৌধুরী। ম্যাচ শেষে টিম বাসে ওঠার আগে তাকে ঘিরে ধরেন প্রবাসী সমর্থকেরা—পরক্ষণেই কেউ একজন কাঁধে তুলে নেন হামজাকে, আর বাকিরা ‘হামজা ভাই! জিন্দাবাদ!’ স্লোগানে মাতিয়ে তোলেন পুরো পরিবেশ।
হামজার মাঠের পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি মাঠের বাইরেও তিনি হয়ে উঠেছেন দলের অনুপ্রেরণা। অভিষেকের পর থেকেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। সর্বশেষ হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে তার দুর্দান্ত ফ্রি কিক গোলের কল্যাণেই জয় পাওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। এই অ্যাওয়ে ম্যাচেও মাঝমাঠে ছিলেন অপ্রতিরোধ্য। বল যেদিকে গেছে, হামজাকে দেখা গেছে ঠিক সেখানেই। তার লড়াকু মানসিকতা ও উপস্থিতি যেন পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে মাত্র ৫ ম্যাচ খেলেই ২ গোল ও ১ অ্যাসিস্টের পাশাপাশি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন হামজা। তবে পরিসংখ্যান ছাড়িয়ে তার সবচেয়ে বড় অবদান সম্ভবত ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনা। তার আগমনের পর বাংলাদেশে ফুটবলের নতুন উন্মাদনার সৃষ্টি হয়েছে। আর সেই উন্মাদনার প্রাণচাঞ্চল্য দেখা গেল হংকংয়ের মাটিতেও—যেখানে প্রবাসীরা হামজাকে কাঁধে তুলে উদযাপন করলেন ঠিক যেন নিজের ঘরের তারকাকে পেয়েই।
এই ম্যাচে ড্র হলেও, ফুটবলের জয় হলো ভালোবাসায়—হামজার জন্যই।