October 27, 2025, 12:41 pm
Headline :
শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু

সংস্কার বাস্তবায়ন অপরিহার্য, যে দলই আসুক ক্ষমতায় : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “এই সংস্কার সারা জাতির চাওয়া, আমরাও চাই। যে দলই ক্ষমতায় আসুক কিংবা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাক, তাদের এটি বাস্তবায়ন করতেই হবে।”
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দলিলটিকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে তিনি বলেন, এটি একটি জাতিগত ঐকমত্যের প্রতিফলন হবে। বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকবে নোট আকারে সালাহউদ্দিন বলেন, “যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলো ‘নোট অব ডিসেন্ট’ আকারে দফাওয়ারি উল্লেখ থাকবে। আমরা সবাই এতে স্বাক্ষর করব।”
তিনি আরও জানান, “ঐকমত্য কমিশনের আলোচনাগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল—ভিন্নমত প্রকাশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা।”

নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গ সালাহউদ্দিন বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যেই আমরা যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়নসহ অন্য সব কর্মকাণ্ড সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে।” গণভোট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রস্তাব জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন: “আমরা চাই এই গণভোটে জনগণের পক্ষ থেকে একটি সার্বভৌম এখতিয়ার ও কর্তৃত্ব সংসদকে দেওয়া হোক, যাতে এই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক হয়।” তিনি আরও বলেন, “গণভোটে একটাই প্রশ্ন থাকবে—‘জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, জনগণ তার পক্ষে কি না।’ আমরা বিশ্বাস করি, না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে।”

সালাহউদ্দিন বলেন, “এই গণভোট সংসদকে এমন গঠনতান্ত্রিক ক্ষমতা দেবে, যা বিচার বিভাগও পরবর্তীতে বাতিল করতে পারবে না।” একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তাব বিএনপি প্রস্তাব করেছে—গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজন করা যেতে পারে। এতে করে “জুলাই সনদের প্রস্তাবসমূহ বাস্তবায়নের পথ আরও মসৃণ হবে” বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

পরিশেষে তিনি বলেন, “আমরা অপেক্ষায় আছি ১৭ অক্টোবর আমাদের ঐতিহাসিক দলিল স্বাক্ষরের জন্য। এরপর এটি জাতির সামনে উন্মুক্ত করা হবে। ঐকমত্য কমিশন সরকারের কাছে বাস্তবায়ন পরিকল্পনা জমা দেবে, যেখানে গণভোট ও নির্বাচনের দিন একসঙ্গে করার সুপারিশও থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page