October 27, 2025, 8:09 pm
Headline :

রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জেডটিভি বাংলা ডেস্ক,

দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান—রোম সফরটি ছিল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এ যোগদানের উদ্দেশ্যে।

রোমে অবস্থানকালে অধ্যাপক ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সফরকালে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, এফএও মহাপরিচালক কু ডংইউ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএড) প্রেসিডেন্ট আলভারো লারিও এবং বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউসহ একাধিক রাষ্ট্র ও সংস্থার শীর্ষ কর্মকর্তা।

এছাড়া রোমে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

সরকারি সূত্র জানায়—সফর শেষে দেশে ফিরে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক অগ্রগতি নিয়ে আগামী সপ্তাহে এক বৈঠকে দিকনির্দেশনা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page