January 11, 2026, 7:27 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ: নিজেদের না, ভারতের হারে ছিটকে গেল বাংলাদেশ

 স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল এক অপ্রত্যাশিত ফলাফলে। মঙ্গলবার ভারতের মাটিতে সিঙ্গাপুর ২-১ ব্যবধানে জিতে গেলে নিশ্চিত হয়, আর কোনোভাবেই গ্রুপ থেকে বাংলাদেশ উঠে যেতে পারবে না।

লড়াই করে ড্র, তবুও স্বপ্ন দেখা বন্ধ সেদিন দিনের শুরুটা আশাব্যঞ্জকই ছিল। হংকংয়ে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। ফলে ক্ষীণ হলেও আশা জাগছিল। কিন্তু ভারতের হারে সে আশাও মিলিয়ে যায়। নিজেদের ম্যাচে জিততে না পারলেও বাংলাদেশের স্বপ্ন ভেঙে যায় অন্য এক দলের পরাজয়ে। পয়েন্ট তালিকায় পিছিয়ে এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-এর চারটি ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুর সমান ৮ পয়েন্টে শীর্ষে। বাংলাদেশ ও ভারতের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট করে। প্রতিটি দলের হাতে এখনও দুইটি করে ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ সর্বোচ্চ পেতে পারে ৮ পয়েন্ট। কিন্তু হংকং বা সিঙ্গাপুর যেহেতু একে অপরের মুখোমুখি হবে, সেক্ষেত্রে অন্তত একটি দলের ৯ পয়েন্ট নিশ্চিত—এটাই বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল।

গ্রুপের বাকি লড়াই ১৮ নভেম্বর হংকংয়ে হংকং ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে এশিয়ান কাপের মূলপর্বে। কারণ, শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই পরবর্তী রাউন্ডে যাবে।
বাংলাদেশের অভিযান সংক্ষেপে,ভারতের সঙ্গে প্রথম ম্যাচ: গোলশূন্য ড্র,সিঙ্গাপুরের বিপক্ষে: ২-১ গোলে পরাজয়
হংকংয়ের কাছে: ৪-৩ গোলে পরাজয়,সর্বশেষ হংকংয়ে গিয়ে আবারও: ১-১ ড্র।এই চার ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরার দলকে এখন বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার চোখে দেখতে হচ্ছে।

সামনে যা আসছে, বাংলাদেশ পরের ম্যাচে নিজেদের মাঠে মুখোমুখি হবে ভারতের। এ ম্যাচে অন্তত একটি জয় তুলে নিয়ে সম্মান রক্ষার চেষ্টাই হবে দলের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *