নিজস্ব প্রতিবেদক :
বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবি আদায়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) আন্দোলনের তৃতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা এই ঘোষণা দেন। আন্দোলনকারীদের দাবি—সোমবার রাতের মধ্যে সরকার দাবি না মানলে মঙ্গলবার সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে তারা বাধ্য হবেন। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, “শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। মঙ্গলবার দুপুরে আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব।”
তিন দফা দাবির মধ্যে রয়েছে—বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতার সমতা।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগ করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তারা হুঁশিয়ার করে বলেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে ‘মার্চ টু যমুনা’র মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে সারাদেশেই সমর্থন জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।