অনলাইন ডেস্ক:
রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত নারী তাসলিমা আক্তারের ভাই নাজমুল হোসেন কলাবাগান থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
পরিবারের অভিযোগ, বাবার বাড়ির ১০ কাঠা জমি নজরুলের নামে লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে তাসলিমাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে নজরুল পলাতক।
নিহতের ভাই নাজমুল জানান, ব্যবসা ছেড়ে দেওয়ার পর নজরুল নিয়মিত তাসলিমাকে চাপ দিতেন সম্পত্তি লিখে দেওয়ার জন্য। এতে রাজি না হওয়ায় তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন।
তিনি আরও জানান, সোমবার সকালে নজরুল তার দুই মেয়েকে বলেন, তাদের মা অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছেন। পরে বড় মেয়ে তার বাবার ঘরে রক্তের দাগ দেখে সন্দেহ করে। পুলিশকে খবর দিলে বাসার দরজা ভেঙে ফ্রিজের ভেতর তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়—যা মাছ-মাংসের নিচে লুকানো ছিল।
নিহতের ছোট ভাই নাঈম হোসেন মামলার এজাহারে উল্লেখ করেন, বোনকে দীর্ঘদিন গৃহবন্দি করে রাখতেন নজরুল। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি বাইরে গেলেও ঘরের দরজা বাইরে থেকে লক করে দিতেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, “হত্যার ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নজরুল ইসলাম পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
ময়নাতদন্তের জন্য নিহত তাসলিমার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিবার বলছে—এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা।