October 27, 2025, 10:10 pm
Headline :

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে মে ও জুন মাসের বিভিন্ন অভিযানে সাহসিকতা, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ছয় পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান।
আর রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন পাঁচজন কর্মকর্তা— ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান, এবং ডিএমপি’র কনস্টেবল সুজন আলী।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, প্রতি বছর নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান ও জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page