October 27, 2025, 9:54 am
Headline :
আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করার সময় ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে।

সকাল ১০টা ৪০ থেকে ১১টার মধ্যে সংঘটিত ঘটনায় ২০২২–২৩ শিক্ষাবর্ষের ফরহাদ রেজা শিক্ষককে ‘দালাল’ বলে মন্তব্য করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন শিক্ষক তাকে ধরে কমনরুমে আটক করেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘিরে তাকে ছাড়িয়ে আনে। কলেজ প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরে শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী পদযাত্রায় অংশ নেন।

সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা ও নিরাপত্তা:

পদযাত্রা কর্মসূচি সকাল সোয়া ১১টার দিকে নীলক্ষেত থেকে শুরু হয়। শিক্ষার্থীরা জানান, সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা অনিশ্চয়তায় রয়েছেন। এক শিক্ষার্থী বলেন, “আর কোনো কালক্ষেপণ চাই না। অংশীজনদের মতামলের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।”

চলতি বছরের ২৬ মার্চ সরকার সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নির্ধারণ করা হয়েছে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের সমন্বয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে আজ পদযাত্রা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page