নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়েছে।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর যুক্ত থাকেন।
গতকাল রোববারও রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করেছিলেন। সেই সময়ে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের শাসনামলের ইতিহাস তুলে ধরেন এবং গুম-খুনসহ মানবতাবিরোধী ঘটনার বর্ণনা দেন। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এসব বিবরণ মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে ৮ অক্টোবর তৃতীয় দিনের মতো জেরা করা হয়। এর আগে ৬ ও ৭ অক্টোবর জেরার কার্যক্রম শুরু হয়। মোট ২৮ কার্যদিবসের মধ্যে ৫৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আলমগীর তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ৫০টিরও বেশি জেলায় মারণাস্থ ব্যবহার করা হয়েছে।
মামলার পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলবে এবং আদালত তার ভিত্তিতে রায় ঘোষণার প্রস্তুতি নেবে।