October 27, 2025, 10:09 pm
Headline :

কর্নেল রাজিবকে শেখ হাসিনা: ‘এবার আর কোনো কথা নাই, শুরুতেই দিবা’

কর্নেল রাজিবকে শেখ হাসিনা: ‘এবার আর কোনো কথা নাই, শুরুতেই দিবা’

নিজস্ব প্রতিবেদক

ক্রমে প্রকাশ পাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপগুলো। তাপস ও ইনুর পর এবার সামনে এসেছে উপ-সামরিক সচিব (ডিএসপিএম) কর্নেল রাজিবের সঙ্গে তার কথোপকথন। যেখানে জুলাই-আগস্ট আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার দ্বিতীয় দিনের শুনানিতে এই ফোনালাপটি উপস্থাপন করা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানির শুরুতে জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে নির্মিত ডেইলি স্টার–এর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, আন্দোলন দমনে শেখ হাসিনার ভূমিকাসহ তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক। প্রামাণ্যচিত্রের পর আদালতে শোনানো হয় শেখ হাসিনা ও কর্নেল রাজিবের কথোপকথনের অডিও রেকর্ড।

ফোনালাপটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “ওরা কিন্তু জায়গায় জায়গায় জমায়েত হতে শুরু করেছে—মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি, আরও অনেক জায়গায়। শুরুতেই করতে হবে… ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে। এবার আর কোনো কথা নাই। এবার শুরুতেই দিবা।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “ফোনালাপের অপর প্রান্তের ব্যক্তি কর্নেল রাজিব, যিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ডেপুটি মিলিটারি সেক্রেটারি ছিলেন। গত বছরের ২৯ জুলাই শেখ হাসিনা তাকে ফোনের মাধ্যমে এ নির্দেশ দেন। তার শেষ নির্দেশনা ছিল—‘এবার আর কোনো কথা নাই, এবার শুরুতেই দিবা’—অর্থাৎ গুলি করার আদেশ।”

এর আগের দিন (রোববার) মামলার প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন ও দমন-পীড়নের বিস্তারিত বিবরণ আদালতের সামনে উপস্থাপন করে। চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনাগুলোই জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page