স্পোর্টস ডেস্ক :
দীর্ঘ ১০ মাস পর সাদা পোশাকে মাঠে নেমেই স্মরণীয় এক অর্জনে নাম লেখাল পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে প্রথম ১০ ওভারে ৫০ রানের মাইলফলক স্পর্শ করে তারা — যা টেস্ট ইতিহাসে তাদের জন্য ২৫ বছর আগের একটি স্মৃতিকে ফিরিয়ে এনেছে।
লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ক্রিকেট ফিরেছে প্রায় সাড়ে তিন বছর পর। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুটা যদিও মসৃণ ছিল না — ইনিংসের তৃতীয় বলেই কাগিসো রাবাদার বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান ওপেনার আব্দুল্লাহ শফিক।
তবে এরপরই হাল ধরেন ইমাম উল হক ও শান মাসুদ। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১০ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় ৫১ রান। পাকিস্তানের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স বিবেচনায় এটি ছিল ব্যতিক্রমী। শেষ তিন ওয়ানডে ম্যাচে পাকিস্তান প্রথম ১০ ওভারে তুলেছিল যথাক্রমে ৪৮/১, ৩৯/২ এবং ২৬/৪। এমনকি এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণেও দলটি কমপক্ষে দুটি ম্যাচে প্রথম ১০ ওভারে এর চেয়ে কম রান তুলেছিল — যার একটি ছিল বাংলাদেশের বিপক্ষে।
আজকের এই ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে পাকিস্তান টেস্টে প্রথম ১০ ওভারে ৫০ রান পূর্ণ করার কীর্তি গড়ল ২৫ বছর পর। ২০০০ সালে ফয়সালাবাদে ইংল্যান্ডের বিপক্ষে এমন কীর্তির শেষ নজির রেখেছিলেন সাঈদ আনোয়ার ও শহীদ আফ্রিদি।
এবার সেই রেকর্ডে নিজেদের নাম যুক্ত করলেন শান মাসুদ ও ইমাম উল হক। নতুন যুগের পাকিস্তান টেস্ট দল হয়তো সেই পুরোনো আগ্রাসী ছন্দেই ফিরতে চায় — এমন বার্তা যেন দিয়ে রাখল এই সূচনা দিয়েই।