October 27, 2025, 7:18 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মো. আইয়ুব খান, দুজনেই সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।

রায়ে আসামি নূর মোহাম্মদ ও আইয়ুব—দুজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রায় ঘোষণার পর আদালতের বারান্দায় উত্তেজনার ঘটনা ঘটে। নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন, পুলিশি হেফাজতে কারাগারে নেওয়ার পথে আসামি নুরু ও তার বোন তাকে মারধর করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন, জমি নিয়ে বিরোধের জেরে সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের আ. ছামাদকে বাড়ির পাশের রাস্তায় ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ছেলে আরিফ হোসেন ওইদিনই তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ দুই আসামির বিরুদ্ধে রায় দেন।

বাদী আরিফ হোসেন বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে তারা। আজ আদালত ন্যায্য রায় দিয়েছেন, তবে আমি তাদের ফাঁসি চাই।”

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নাসিম আখতার বলেন, “আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে দণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page