নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ড. ইউনূস মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানা থেকে ভোটার হিসেবে ছিলেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তিনি ঢাকা-১৭ আসনের গুলশান-২ (উত্তরা সিটি কর্পোরেশন ১৯ নম্বর ওয়ার্ড) এলাকার ভোটার।
ঠিকানা বদলের আবেদন ও অনুমোদন গত ২ ফেব্রুয়ারি, ড. ইউনূস নির্বাচন কমিশনে ঠিকানা পরিবর্তনের জন্য লিখিত আবেদন করেন। আবেদনটি ১৭ ফেব্রুয়ারি অনুমোদন দেন এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। ১৮ ফেব্রুয়ারি, ভোটার ঠিকানায় আনুষ্ঠানিকভাবে পরিবর্তন আনা হয়।
পূর্বের ঠিকানা: মিরপুর, গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স
বর্তমান ঠিকানা: গুলশান-২, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ওয়ার্ড ১৯), ঢাকা-১৭ আসন
ড. ইউনূস বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি এবং বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও, নাগরিক হিসেবে তিনি তার ভোটার ঠিকানা হালনাগাদ করার আইনগত অধিকার প্রয়োগ করেছেন।