October 27, 2025, 10:09 pm
Headline :

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব আমি নিলাম

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব আমি নিলাম

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. এহছানুল হক।

রোববার (১২ অক্টোবর) দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে চুক্তিভিত্তিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের দায়িত্বে ছিলেন।

নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে এহছানুল হক বলেন, “আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ—এটা হবে সুষ্ঠু নির্বাচন। আমরা নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে কাজ করবো। মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, এটা নিশ্চিত করার দায়িত্ব আমার। সেই দায়িত্ব আমি নিলাম।”

ডিসি ও ইউএনও পদে পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নে সচিব বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।” পূর্ববর্তী নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, “যদি সুযোগ পাই, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সবাইকে আমাদের পাশে থাকতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের কর্মকর্তারা সর্বতোভাবে নিরপেক্ষ থাকবেন।”

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা কোনো বড় সমস্যা নয়। জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে সেটি সম্ভব। আমরা চাইবো, নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তারা যেন সব বিতর্কের ঊর্ধ্বে থাকেন।”

প্রশাসনে সংস্কার প্রসঙ্গে এহছানুল হক বলেন, “সংস্কার নিয়ে আমরা আলোচনা করবো। এখনই নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।”

নির্বাচনে কর্মকর্তাদের স্বাধীনতা ও দায়িত্ব সম্পর্কে তিনি আরও বলেন, “আমার কর্মকর্তারা যদি উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পান, তারা অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করবেন। প্রটেকশন মানে হলো—তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো কর্মকর্তা দলীয় সম্পৃক্ততায় জড়িয়ে পড়েন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হবে।”

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি কখনো দলীয় নির্দেশে কাজ করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করবো না।”

শেষে তিনি যোগ করেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন—প্রিসাইডিং অফিসাররা ক্ষমতাবান থাকবেন, আর যদি তারা সেই ক্ষমতা ব্যবহার না করেন, তাহলেও তাদের জবাবদিহি করতে হবে। আমাদের বার্তাও তাই—গোলমাল নয়, সুষ্ঠু নির্বাচন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page