নিজস্ব প্রতিবেদক :
আইএমইডি থেকে বদলি, প্রশাসনে আরও দুটি গুরুত্বপূর্ণ পদে রদবদল ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. কামাল উদ্দিন। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কামাল উদ্দিনকে আইএমইডি থেকে বদলি করে ধর্ম মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইএমইডিতে নতুন সচিব সিরাজুন নুর এদিকে আইএমইডির নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক (সচিব) সিরাজুন নুর চৌধুরী। এনএপিডির সিনিয়র সচিব হলেন সিদ্দিক জোবায়ের একই প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এনএপিডির সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।