নিজস্ব প্রতিবেদক :
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। আন্দোলনকারীদের সরাতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের লক্ষ্য করে পুলিশ জলকামান ছোড়ে। এ সময় বিকট শব্দে সাউন্ড গ্রেনেডও বিস্ফোরিত হয়। ফলে সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনে বিভক্তি, দুই দিকেই শিক্ষকদের মিছিল এর আগে আন্দোলনকারী জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের একাংশ প্রেস ক্লাব থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর নেতৃত্বে একটি মিছিল শহীদ মিনারের দিকে রওনা হয়।
তবে আন্দোলনকারীদের অপর অংশ প্রেস ক্লাবের সামনেই অবস্থান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় এবং সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়। এই মতানৈক্যের মধ্যেই পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শহীদ মিনারে আন্দোলন চালানোর ঘোষণা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
তিনি আরও জানান, “আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যেই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে রয়েছেন, তাদের অনুরোধ করছি মিছিলসহ শহীদ মিনারে যোগ দিতে। ইনশাআল্লাহ, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”