October 27, 2025, 9:57 am
Headline :
আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

হার্ভার্ডে পাকিস্তানি অভিনেত্রীর নতুন অধ্যায় শুরু

 বিনোদন ডেস্ক :

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হুসেইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট শেয়ার করে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের ঢেউ তুলেছেন। কারণ, পোস্টটি এসেছে কোনো সাধারণ জায়গা থেকে নয়- প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।  ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, হার্ভার্ডের মনোরম ক্যাম্পাসে দাঁড়িয়ে সোনিয়া নিজের জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছেন।  

তিনি লিখেছেন, ‘@Harvard — একসময় এ স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন জীবনের পরিকল্পনা অন্য ছিল। কিন্তু নিয়তি সবসময় তার পথ খুঁজে নেয়। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায়, যেখানে থাকতে চেয়েছিলাম সবসময়। আমার পরবর্তী অধ্যায়ের সূচনা- ছাত্রজীবনের নতুন সংস্করণ।’  

পোস্টের শেষে তিনি আশাবাদী ভঙ্গিতে লেখেন, ‘প্রিয় হার্ভার্ড, খুব শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’  

ছবিগুলোতে সোনিয়াকে দেখা গেছে এক পরিমিত অথচ অভিজাত লুকে- গ্রে রঙের বেল্টযুক্ত লং ড্রেস, সঙ্গে কালো স্টকিংস ও বুট। উপরে গাঢ় রঙের ওভারকোট, কাঁধে কালো ব্যাগ, চোখে সানগ্লাস, আর মুখে ছিল হালকা প্রাকৃতিক মেকআপ। খোলা কাঁধছোঁয়া চুল তার উপস্থিতিকে আরও মার্জিত করে তুলেছে।  হার্ভার্ডের বিখ্যাত সিঁড়ি ও এক নিকটবর্তী ক্যাফেতে সকালের নাশতার কয়েকটি মুহূর্তও শেয়ার করেছেন তিনি।   

সোনিয়ার এই পোস্ট থেকে অনেকেই ধারণা করছেন, খুব শিগগিরই তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন।  টেলিভিশন ও চলচ্চিত্রে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত সোনিয়া হুসেইন এবার যেন জীবনের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছেন- রুপালি পর্দা থেকে এবার হয়তো হার্ভার্ডের শ্রেণিকক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page