নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমরা নিরাপদ নয়, বরং স্বাভাবিক এক্সিট চাই।”
তিনি জানান, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করে নিজ ঘরেই অবস্থান করতে চান, পালিয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই।
শনিবার (১১ অক্টোবর) রাঙামাটির শিল্পকলা একাডেমিতে ‘পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ’-এর আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, “আমার দ্বিতীয় কোনও ঘর নেই। আমি দায়িত্ব দিয়ে সরে দাঁড়াব, পালিয়ে যাব না। আমরা যারা দায়িত্বে আছি, তাদের একমাত্র ঘর এই দেশ।”
নির্বাচন ও প্রস্তুতি নিয়ে মন্তব্য
তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব নিয়মিত তথ্য দিচ্ছেন, এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি মনিটর করবে। তার ভাষায়,“নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি শতভাগ। কোনও সংশয় থাকলেও সেটি মোকাবিলা করা হবে যথাযথভাবে।”
ধর্ম ও রাষ্ট্র নিয়ে অবস্থান ধর্ম উপদেষ্টা স্পষ্ট করেন, বাংলাদেশ সেক্যুলার রাষ্ট্র, এবং তিনি সব ধর্মের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন,
“আমি শুধু একটি ধর্মের জন্য নিযুক্ত নই। তাই মন্দির, গির্জা, প্যাগোডা—সবখানেই আমাকে যেতে হয়। এটি আমার রাষ্ট্রীয় দায়িত্ব।” যারা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন যারা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ প্রমুখ।
সংক্ষেপে মূল বার্তা:
পালিয়ে নয়, দায়িত্ব দিয়ে স্বাভাবিক বিদায় চান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
সব ধর্মের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি
বাংলাদেশ সেক্যুলার রাষ্ট্র — সংবিধান তাই বলে