নিজস্ব প্রতিবেদক :
দুইটি গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার বিকেলে গ্রেফতারি পরোয়ানার কপি আইজিপি ও সংশ্লিষ্ট ১২ দপ্তরে পাঠানো হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো হলো:
এর আগে, বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দুটি মামলায় পৃথকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) একই দিন সকালে দাখিল করে প্রসিকিউশন।
মামলাগুলিতে ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালক (ডিজি) ও সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত আছেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সংশোধিত আইনের আওতায় ফরমাল চার্জ গৃহীত হলে অভিযুক্তরা আর তাদের বর্তমান পদে বহাল থাকতে পারবেন না।