October 27, 2025, 4:57 am
Headline :

ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে মেটা

ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় ও ব্যক্তিনির্ভর করতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। ফেসবুক রিলসে যুক্ত হচ্ছে নতুন সব ফিচার ও উন্নত রিকমেন্ডেশন প্রযুক্তি, যা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক ভিডিও দেখাতে সাহায্য করবে।

মেটা জানিয়েছে, ফেসবুকের আধেয় সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ ইতোমধ্যেই আধুনিকায়ন করা হয়েছে। ফলে নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা সহজেই নিজের আগ্রহের সঙ্গে মেলে এমন ভিডিও পেতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফেসবুক এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টে জোর দিচ্ছে—যার ফলে প্ল্যাটফর্মটি ধীরে ধীরে টিকটকের মতো রূপ নিচ্ছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ বছর জানুয়ারিতে বলেছিলেন, তিনি “পুরোনো দিনের ফেসবুককে নতুনভাবে ফিরিয়ে আনতে” চান। সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে একাধিক পরিবর্তন—বিশেষ করে ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায়। মেটার ধারণা, এই পরিবর্তনগুলো ফেসবুককে টিকটকসহ স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে দেবে।

মেটার তথ্যমতে, এখন থেকে ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের হার ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে ব্যবহারকারীরা সাম্প্রতিক ভিডিওগুলো দ্রুত দেখতে পারেন। পাশাপাশি যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘ফ্রেন্ড বাবল’—যার মাধ্যমে ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে, ব্যবহারকারীর কোনো বন্ধু সেটিতে লাইক দিয়েছেন কি না। ওই বাবলে ট্যাপ করলেই বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাট শুরু করা যাবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, “বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার একটি মূল অংশ। ‘ফ্রেন্ড বাবল’-এর মাধ্যমে আমরা সেই পরিচিত অনুভূতিটিকে নতুনভাবে ফিরিয়ে আনছি।”

মেটা আরও দাবি করেছে, রিলসের র‌্যাঙ্কিং অ্যালগরিদম উন্নত করার পর থেকে ব্যবহারকারীদের ভিডিও দেখার সময় আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স, দ্য ভার্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page