স্পোর্টস ডেস্ক :
২০২৪ প্যারিস অলিম্পিকে নিজের সহজ-সরল উপস্থিতি ও ভঙ্গিমায় সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ হয়ে গিয়েছিলেন তুরস্কের শ্যুটার ইউসুফ দিকেচ। চোখে সাধারণ চশমা, মাথায় হেলমেট নেই, পকেটে একটি হাত—কোনো বাহুল্য ছাড়াই বিশ্বমঞ্চে রুপার পদক জিতেছিলেন। সেই দিকেচ আবারও শিরোনামে। এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
বয়স ৫২, ভঙ্গি ঠিক আগের মতোইন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইএসসি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ইউসুফ দিকেচ এবং তার সঙ্গী মুস্তাফা ইনান। ফাইনালে তারা জার্মান দলকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো—দিকেচের সেই চেনা ভঙ্গি এবারও বদলায়নি। চোখে তার স্বাক্ষর চশমা, পরনে সাদাসিধে টি-শার্ট, এক হাত পকেটে—কোনো রকম সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়া মাঠে নামেন তিনি। অলিম্পিকের মতো এবারও তার স্টাইল ও নির্লিপ্ত অভিব্যক্তিই তাকে আলাদা করে তুলেছে।
“এটা ছিল এক বিশাল সম্মান”— বললেন দিকেচ ম্যাচ শেষে স্থানীয় সংবাদমাধ্যম তুরস্কে টুডে-কে দিকেচ বলেন: “নিজ দেশের দর্শকদের সামনে খেলতে পারা এবং এই টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নেওয়া—এটা ছিল আমার জন্য বিশাল সম্মানের। সোনা জিতে দারুণ অনুভব করছি।” অলিম্পিকে ইতিহাস গড়া সেই দিকেচ ২০২৪ প্যারিস অলিম্পিকে এটি ছিল ইউসুফ দিকেচের পঞ্চম অংশগ্রহণ। সে আসরে সেভাল ইলায়দা তারহান-এর সঙ্গে মিলে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে রুপার পদক জেতেন তারা।
এটি ছিল তুরস্কের ইতিহাসে প্রথম শুটিং পদক, আর ইউসুফ দিকেচ হয়ে ওঠেন দেশের সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ী।
এবার লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নশিপ আগামী নভেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে আইএসএসএফ শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ (রাইফেল/পিস্তল)। সব কিছু ঠিক থাকলে, সেখানে আবারও দেখা যাবে এই শান্ত, আত্মবিশ্বাসী শ্যুটারকে।
অলিম্পিকে সোনার হাতছানি হাতছাড়া হলেও, বিশ্বচ্যাম্পিয়নশিপে তা পূরণ করতেই এবার নামবেন ইউসুফ দিকেচ।
চোখে চশমা, পকেটে হাত—তুর্কি এই শ্যুটার যেন প্রমাণ করে দিচ্ছেন, ভঙ্গি নয়, দক্ষতাই সব।