নিজস্ব প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের মোট ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১০ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, রুহুল হকের ৩৯টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৮০ টাকা ৫৫ পয়সা, তার স্ত্রী ইলা হকের দুটি হিসাবে ১৭ লাখ ৩২ হাজার ৭৭৮ টাকা ২১ পয়সা এবং ছেলে জিয়াউল হকের ১৫টি হিসাবে ১ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা রয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক মন্ত্রী রুহুল হক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ও তার পরিবারের সদস্যরা শত শত কোটি টাকা লেনদেন ও অর্থ পাচারে জড়িত বলে অভিযোগ রয়েছে।
দুদকের তদন্তে জানা গেছে, তারা ব্যাংক হিসাবে থাকা বিপুল অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে দুদক জানায়।
এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছিল।