বিনোদন ডেস্ক :
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি—কখনো শাকিব খানের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনে, কখনো বা দুবাইয়ে ব্যবসা নিয়ে।
সাম্প্রতিক সময়ে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত। জানিয়েছেন, তার নতুন সিনেমার নাম ‘বিবর’। এটি পরিচালনা করবেন সাইমন তারিক ও তার টিম।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “আরও তিনটি সিনেমার কাজ খুব শিগগিরই শুরু করবো। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় গত মাসে শুটিং শুরু করতে পারিনি।”