নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বিএনপির অস্পষ্ট অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপিকে এখনই পরিষ্কার জানাতে হবে—তারা আসলে সংস্কার চায় কি না।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “বিএনপি একদিকে সংস্কারের কথা বলছে, আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে। তার মানে তারা সংস্কার মানছে না। এখনই এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।”
ঐকমত্য প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না তা বোঝা যাবে না। তাই আগে গণভোট হওয়া জরুরি। যদি কোনো কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়, তাহলে গণভোটও প্রভাবিত হবে।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অনেকেই তা মেনে নিতে পারছেন না। জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করা উচিত।”
নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাতে কোনো বাধা থাকবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা।