January 10, 2026, 6:47 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মহেশ ভাট

 বিনোদন ডেস্ক :

বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। মাঝে মধ্যে তিনি এমন কিছু মন্তব্য করে থাকেন, যা সাধারণ মানুষকে নাড়িয়ে দেয়। শৈশবে তার চেয়ে বয়সে বড় কিছু ছেলের হাতে লাঞ্ছিত হওয়া এবং মায়ের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বদলে যাওয়ার সেই অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। এবার মেয়ে পূজা ভাটের পডকাস্টে এসে জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেন এ পরিচালক। 

মহেশ ভাট বলেন, ‘হঠাৎ চারজন আমার থেকে বয়সে বড় চার ছেলে পথ আটকে দাঁড়ায়। তারা আমাকে ধরে জোরে দেয়ালে ধাক্কা দেয়। প্রকাশ্যে আমার মাকে গালাগাল করে। আমি আতঙ্কিত হয়ে পড়ি এবং আমার হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের কাছে আমাকে উদ্ধার করার জন্য আর্তনাদ করি। কিন্তু ঈশ্বর তো বরাবরের মতোই উদাসীন ছিলেন; তিনি চুপ ছিলেন। এরপরই আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। 

এ পরিচালক বলেন, প্যান্ট খুলে দেখতে চেয়েছিল ওরা। একজন চিৎকার করে বলে— ওর প্যান্ট খুলে ফেল, দেখ…। আমি ওদের কাছে জানতে চাই— তোমরা আমার সঙ্গে এমন কেন করছ? 

তাদের মধ্যে একজন বলে, আমি দেখতে চাই তুমি আমাদের একজন কিনা! তোমার মা তো তোমার বাবার উপপত্নী। এক মুসলিম মেয়েকে বিয়ে করেছেন তোমার বাবা। সস্তা সিনেমায় নাচত। তা হলে তোমার নাম মহেশ কেন? আমি ভয়ের কারণে কাঁদতে শুরু করি।

মহেশ বলেন, আমি তাদের ভয় দেখিয়ে বললাম— বাবাকে সব বলে দেব, তখন সেই ছেলেরা পালটা প্রশ্ন করে— বল উনি এখন কোথায়? 

উনি নিজের পরিবার ও আমার আরেক মায়ের সঙ্গে আন্ধেরিতে থাকেন। বাবার আসল পরিচয় এবং অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করার পর ছেলেগুলো মহেশকে ছেড়ে দেয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *