নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্টগ্রামের রাউজানে গুলি করে নিহত আবদুল হাকিম এবং ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের কোনোটি বিএনপির কর্মী নয়। বুধবার দলের পক্ষ থেকে দায়ের করা প্রতিবাদ পত্রে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত অভ্যন্তরীণ সংঘর্ষেই মো: আবদুল হাকিম নিহত হন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সংঘাত দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট ভূমিকার অভাবে এলাকায় অবৈধ অস্ত্র পরিধান ও অপকর্ম বাড়ছে, যা দ্রুত বদলাতে হবে—জনগণ শান্তি প্রত্যাশা করে বলে রিজভী মন্তব্য করেন।
রিজভী আরও উল্লেখ করেন, এই সহিংসতা কিছু সমাজবিরোধী দুর্গুটের পরিকল্পিত কর্মকাণ্ড; এটিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে—যা ভিত্তিহীন। কয়েকটি সংবাদমাধ্যমে নিহতকে বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত করার অভিযোগ তুলে তিনি তা ভিত্তিহীন উল্লেখ করেন।
বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা এবং এলাকায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।