October 28, 2025, 1:30 pm
Headline :
৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায় ১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ স্থগিত স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের সিংহাসনের কাছে বাবর আজম ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াল, রাশিয়া থেকে সম্পূর্ণ না থেমেও বৈচিত্র্য নিশ্চিত জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন গণমাধ্যমের অনুমোদন দেবে। তবে এটি আগের নিয়ম অনুসারেই করা হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, “অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে—কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। সেহেতু নতুন গণমাধ্যমকেও অনুমতি দেওয়া হবে। অবশ্য এটি আগের আইনি কাঠামো অনুসারে হবে।”

তিনি আরও জানান, “যদি নতুন আইনে অনুমতি দেওয়া যেত, তা আরও সন্তোষজনক হতো। তবে নতুন আইন প্রণয়ন করতে হলে সময় লাগবে, ফলে এই সরকারের আমলে তা সম্ভব নয়।”

নতুন গণমাধ্যম আসলে বাজারে প্রতিযোগিতা বাড়বে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

দুইটি নতুন টিভি চ্যানেলের অনুমোদন

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল অনুমোদন দিয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় যে নিয়মে টিভি লাইসেন্স দেওয়া হতো, সেভাবেই এই অনুমোদন দেওয়া হয়েছে।

নেক্সট টিভি

  • অনুমোদনের তারিখ: ২৪ জুন
  • প্রতিষ্ঠান: ৩৬ মিডিয়া লিমিটেড
  • ঠিকানা: করাতিটোলা লেন, গেন্ডারিয়া, পুরান ঢাকা
  • ব্যবস্থাপনা পরিচালক: মো. আরিফুর রহমান তুহিন (জাতীয় নাগরিক পার্টি – এনসিপি-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক)
  • পরিচালনা পর্ষদ: এ কে এম গোলাম হাসনাইন (সৌদি আরব প্রবাসী, সৌদি বিএনপির পূর্বাঞ্চল শাখার সভাপতি ও সাবেক এমপি হাফিজুর রহমানের পুত্র)

লাইভ টিভি

  • অনুমোদনের তারিখ: ১৪ জুলাই
  • প্রতিষ্ঠান: মিনার্ভা মিডিয়া লিমিটেড
  • ঠিকানা: সড়ক ১৪৩, গুলশান-১
  • মালিক: আরিফুর রহমান (জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য, এনসিপিতে যুক্ত নন)

বর্তমান চ্যানেলের অবস্থা

  • অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল: ৫০টি
  • সম্পূর্ণ সম্প্রচারে: ৩৬টি
  • সম্প্রচারের অপেক্ষায়: ১৪টি
  • অনুমোদিত আইপি টিভি (IPTV): ১৫টি
  • আরো কিছু আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

লাইসেন্স পাওয়ার নিয়ম ও প্রক্রিয়া

কোনো নাগরিক চাইলে নির্ধারিত নিয়মে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য আবেদন করতে পারেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়, যার মধ্যে রয়েছে:

  • জাতীয় পরিচয়পত্র
  • প্রতিষ্ঠানের গঠনতন্ত্র (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন)
  • ইনকরপোরেশনের সনদ
  • ট্রেড লাইসেন্স
  • আয়কর সনদ
  • ব্যাংক সলভেন্সি
  • প্রকল্প প্রস্তাব
  • ৩০০ টাকার অঙ্গীকারনামা (চ্যানেল পরিচালনার সামর্থ্যের প্রমাণ)

আবেদন যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর অনুমোদন মিললে বিটিআরসি থেকে ‘ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স’ নিতে হয়, যা মূলত সরকারের সংশ্লিষ্ট মহলের সম্মতির ওপর নির্ভর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page