নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে রাজনৈতিক সহিংসতায় আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, “বিএনপি এখনো ক্ষমতায় নেই, সংসদে নেই, এমনকি সরকারেও নেই। তাহলে দেশের প্রতিটি ব্যর্থতার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনৈতিক। দেশে একটি সরকার রয়েছে— দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।”
আলোচনায় প্রতিবেশী একটি দেশের সমালোচনা করে তিনি বলেন, “তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছে। তিনটি তামাশার নির্বাচনকেও বৈধতা দিয়েছে, শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে— যা প্রমাণ করে, তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিয়েছে।”
দুদু আরও বলেন, “আমরা একটি খুনি সরকারকে বিদায় করেছি, কিন্তু কাজ এখানেই শেষ নয়। প্রয়োজন একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন ও জনগণের সরকার। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নয়।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ।