October 28, 2025, 1:28 pm
Headline :
৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায় ১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ স্থগিত স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের সিংহাসনের কাছে বাবর আজম ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াল, রাশিয়া থেকে সম্পূর্ণ না থেমেও বৈচিত্র্য নিশ্চিত জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার

“আগে মন খারাপ হতো, এখন না—নির্বাচনে লড়তে চাই”: কারাগারে পলক

নিজস্ব প্রতিবেদক :

কারাগারে থেকেও মনোবল হারাননি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বরং মানিয়ে নিয়েছেন পরিস্থিতির সঙ্গে এবং আগাম নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও জানিয়েছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মাথা নাড়িয়ে জানান, আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে চান।

তিনি বলেন, “আগে মন খারাপ হতো, এখন আর হয় না। নিজেকে মানিয়ে নিয়েছি। মানসিকভাবে শক্ত আছি।”

জুলাই হত্যাকাণ্ডে গ্রেফতার দেখানো হলো পলকসহ ৪ জনকে

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বনানীতে গুলিতে নিহত হন মো. শাহজাহান নামে এক ব্যক্তি। ওই ঘটনার মামলায় পলকের সঙ্গে আরও গ্রেফতার দেখানো হয়েছে—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াছির আরাফাত আদালতকে জানান, নিহত শাহজাহান শান্তিপূর্ণ মিছিলে অংশ নিচ্ছিলেন। তখন সরকারি দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান।

মামলায় বলা হয়, ওই দিন ১২০ জন আন্দোলনকারী নিহত হন, যাদের হত্যার নির্দেশ আসামিদের পক্ষ থেকেই এসেছে বলে অভিযোগ।

কঠোর নিরাপত্তায় আদালতে হাজির, জেলজীবনে মানিয়ে নেওয়ার কথা পলকের

সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে আনা হয় চারজনকে। কড়া নিরাপত্তায়, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে তারা আদালতের এজলাসে হাজির হন।

পরে কাঠগড়ায় অবস্থানকালে আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেন আসামিরা। পলক তার আইনজীবীকে বলেন, “আমি ভালো আছি। পরিবারকে জানাবেন, আমি মানসিকভাবে প্রস্তুত।”

তার আইনজীবী জানান, পলক অভিযোগ করেছেন যে, জেলখানায় যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, তার অনেকটাই তিনি পাচ্ছেন না। পাশাপাশি তিনি একজন আওয়ামী লীগ নেতার কারাবন্দি অবস্থায় মৃত্যুর প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেন।

পটভূমি: কী ঘটেছিল জুলাইয়ে?

গত বছরের ১৯ জুলাই রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার সময় গুলিতে আহত হন শ্রমিক মো. শাহজাহান। ঢাকা মেডিকেলে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এরপর তার মা সাজেদা বেগম গত ১৮ ডিসেম্বর বনানী থানায় মামলা করেন। এতে ৯৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page