বিনোদন ডেস্ক :
দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে থাকা মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ। মঙ্গলবার (৮ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
স্পর্শিয়া লেখেন, “আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। চোয়ালের নিচে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পেয়েছে, যার জন্য আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।”
তিনি আরও জানান, বর্তমানে কারও সঙ্গে যোগাযোগ করার মতো শারীরিক অবস্থা নেই তার। কয়েক দিন ধরে অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন বলেও জানান এই অভিনেত্রী।
২০১৩ সালে ‘ইম্পসিবল ৫’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া স্পর্শিয়া ‘উজান গাঙ্গের নাইয়া’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছিলেন অভিনয়ের বাইরে।