নিজস্ব প্রতিবেদক :
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে নির্মাণশৈলী ও পেশাদারিত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, “মানসম্পন্ন সিনেমা নির্মাণে নির্মাতাদের দক্ষতা বাড়াতে হবে, এবং এ ক্ষেত্রে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে।”
বুধবার (৮ অক্টোবর) ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এক বিশেষ ল্যাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৪–২৫ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতাদের অংশগ্রহণে ‘গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাব’ আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “বিশ্বের অনেক দেশেই চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে। বাংলাদেশেও সেই লক্ষ্যেই কাজ চলছে। কবিরপুর ফিল্ম সিটি চালু হলে আধুনিক চলচ্চিত্র অবকাঠামো তৈরির পথ প্রশস্ত হবে।”
তিনি আরও বলেন, “ইন্ডাস্ট্রির অভিজ্ঞজনদের সঙ্গে নির্মাতাদের সরাসরি মতবিনিময়ের সুযোগ মানোন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। তরুণ নির্মাতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুপ্রেরণার ক্ষেত্র হতে পারে।”
ল্যাবের সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান, এবারই প্রথমবারের মতো অনুদানপ্রাপ্ত নির্মাতাদের নিয়ে এই ধরনের ল্যাব আয়োজন করা হলো। তিনি বলেন, “চলচ্চিত্রের গুণগত মান বাড়াতে এ ধরনের উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।”
তিনি নির্মাতাদের আহ্বান জানান, ল্যাব থেকে অর্জিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা যেন তারা বাস্তব নির্মাণকাজে প্রয়োগ করেন।