October 27, 2025, 12:07 pm
Headline :
নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

শৈশবের হিরোর কাছে শিখতে চান রিশাদ

 ক্রীড়া প্রতিবেদক :
বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে রিশাদ হোসেনের। বাংলাদেশের তরুণ লেগ-স্পিনারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস। গত আসরেও রিশাদকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট। কিন্তু জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হয়নি তার। 

টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। এবার বিসিবির কাছ থেকে পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন রিশাদ। নিজের শৈশবের হিরো রিকি পন্টিংয়ের কাছ থেকে শেখার জন্য বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন ২৩ বছর বয়সি রিশাদ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং এখন হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি। তার ইচ্ছায় রিশাদকে দলে নিয়েছে হোবার্ট।

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোববার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে সোমবার সকালে হোবার্টের এক অনলাইন বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিশাদ। 

পন্টিংয়ের কাছ থেকে শেখার সুযোগ নিয়ে রিশাদের সংযোজন, ‘শৈশবে পন্টিং আমার প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন। মন দিয়ে তার খেলা দেখতাম। এখন তার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার কাছ থেকে শেখার জন্য ও তার কোচিংয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে রিশাদের। এবার খেলবেন বিগ ব্যাশে। বিদেশি লিগে খেলে নিজেকে আরও শানিত করাই রিশাদের মূল লক্ষ্য।

তরুণ টাইগার স্পিনিং অলরাউন্ডার বলেছেন, ‘নিজেকে আমি প্রশ্ন করেছিলাম, খেলায় উন্নতির জন্য আমি কী করতে পারি। তারপর ভাবলাম, যদি বাইরের লিগগুলোতে খেলতে পারি, সেটাই বেশি ফলদায়ক হবে। একজন লেগ-স্পিনার হিসাবে বিদেশি লিগে খেললে নিজের বোলিং আরও শানিত হবে, দক্ষতা বাড়বে। অনেক শীর্ষ খেলোয়াড় সেখানে খেলেন। তাদের কাছ থেকেও নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারব। লেগ-স্পিনার হিসাবে আমার কাজ হলো পাওয়ারপ্লের পর উইকেট নেওয়া। আশা করি, হোবার্টেও তা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page