ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ। তবে ই-ব্যালটের নামে ৯৫ শতাংশ ভোট পড়েছে তিনদিন আগেই! রোববার (৫ অক্টোবর) শেষ চেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি দিয়েছেন ক্রীড়া সংগঠকরা। তবে বাধা-আশঙ্কা উতরে আজ হচ্ছে নির্বাচন।
৩ অক্টোবরই স্থির হয়ে গেছে কে জিতছেন, কে হারছেন। ক্যাটাগরি-২, অর্থাৎ ক্লাব কোটা থেকে তামিমরা সরে দাঁড়ানোয় টিকে ছিলেন ১৬ জন প্রার্থী, নির্বাচিত হবেন ১২ জন। কারা বাদ পড়বেন, তাও জানিয়ে দেওয়া হয় সেদিন। তবে কাল নতুন মোড় নিয়েছে নির্বাচনে। আদালত যে ১৫ ক্লাবের ভোটাধিকার বাদ দিয়েছিল, তাদের আবার ভোট দেওয়ার অনুমতি দিয়েছে। এ কারণে পরিচালক নির্বাচিত হওয়া নিয়ে কিছুটা ভয় তৈরি হয়েছে ১২ জনের প্যানেলের।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা-১০) : আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম (ঢাকা), আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর (চট্টগ্রাম), খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান (খুলনা), মুহাম্মদ মুখলেসুর রহমান (রাজশাহী), হাসানুজ্জামান (রংপুর), রাহাত সামস (সিলেট) ও শাখাওয়াত হোসেন (বরিশাল)।
ক্যাটাগরি-২ (ক্লাব সংগঠক-১২) : ফারুক আহমেদ, ইফতিখার রহমান মিঠু, আমজাদ হোসেন, ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, মুকছেদুল কামাল, মো: ফয়জুর রহমান, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু ও ফায়াজুর রহমান মিতু/এম নাজমুল ইসলাম)।
ক্যাটাগরি-৩ (সাবেক অধিনায়ক, ক্রিকেটার, শিক্ষাপ্রতিষ্ঠান-১) : খালেদ মাসুদ পাইলট। বাকি দু’জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।
* সভাপতি হতে হলে তাকে আগে পরিচালক হতে হবে। ২৫ পরিচালকের ভোটেই সভাপতি নির্বাচিত হবেন।