October 27, 2025, 8:20 pm
Headline :

হাজী সেলিমের ঘনিষ্ঠ সহযোগী ‘পলিথিন মুরাদ’ গ্রেপ্তার

হাজী সেলিমের ঘনিষ্ঠ সহযোগী ‘পলিথিন মুরাদ’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ঘনিষ্ঠ সহযোগী ও চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘পলিথিন মুরাদ’ নামে পরিচিত।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টার।

পুলিশ জানায়, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন থানায় পরিবেশ আইনে মুরাদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগও রয়েছে।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অন্যান্য মামলাতেও তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবসা ও বিতরণে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page